অসাধারণ একটি অাফগানি মুভি ।
S.I | Topic Name | Details | Date |
---|---|---|---|
1 | Movie review | Cepernaum Movie review in bangla | 13 September 2020 |
2 | Genre | Drama | 2018 |
3 | IMDb | 8.4 | Personal Rating 9 |
আরবিতে আগে কিছু সিনেমা দেখার অভিজ্ঞতা থাকলেও ধারনা ছিলনা আরবিতে ধর্মীয় সিনেমার বাইরেও এধরণের অসাধারণ সামজিক সমস্যামূলক সিনেমা বানানো হয়। অবশ্য পূর্বে দেখা “আল আসাদুল সাহরা” বা মরুসিংহ সিনেমাটি ধর্মীয় না হলেও তাতে যথেষ্ট ধর্মীয় আবহ ছিল। তাই এই সিনেমাটি দেখা ছিল নতুন অভিজ্ঞতা।
Capernaum শব্দটি আরবি আর হিব্রু উভয় ভাষাতেই ব্যাবহৃত হয়। আরবিতে এর উচ্চারণ কাপারনাউম আর হিব্রুতে কেফেরনাউম। এর সোজা অর্থ করলে দাড়ায় বিশৃঙ্খলা। সিনেমার নামই আপনাকে সিনেমার পঠভূমি বলে দেবে। সিনেমাতে চিত্রায়ীত কাহিনীটি বিশৃঙ্খলার।
জেইন আল হাজ মাত্র ১১ বছর বয়সী শিশু ,কিন্তু সমাজের অবিচার আর বৈষম্য তাকে পরিণত করছে প্রপ্তবয়ষ্কে। তার থেকে তার শৈশব কেড়ে নেওয়া হয়েছে। সিনেমায় দেখা যায় প্রথমেই একজনকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার জন্য ৫ বছরের কারাদণ্ড ভোগ করছে জেইন। আদালতে জেইনের করা একটি মামলার শুনানি চলছে।মামলার অভিযুক্ত জেইনের বাবা আর মা। জেইনকে বিচারপতি যখন জিজ্ঞাসা করে “তোমার অভিযোগ কী বাব মায়ের বিরুদ্ধে?” জেইনের উত্তর ছিল,” আমাকে পৃথিবীতে আনাই তাদের অপরাধ।“ আলাদত ,বিচারপতি আর দর্শকের কৌতূহল জাগিয়ে এরপর জেইন বর্ণনা করে তার গল্প।
সিনেমাটি সামাজিক ন্যায়বিচারের অনুপস্থিতিকে খুব সহজ সরল ভাবে উপস্থাপন করেছে। সিনেমায় ব্যাবহৃত শব্দগুলো আমাদের বিবেককে নাড়া দিতে বাধ্য।আমাদের সামাজিকতার খোলসে থাকা অন্যায়কে তুলে ধরেছে সিনেমাটি। সিনেমার মূল চরিত্র জেইন আল হাজ। এই চরিত্রে অভিনয় করেছেন সিরিয় রিফিউজি জেইন আল রেফাইয়া। তার অসাধারণ অভিনয় কখনই বুঝতে দেবে না এটা একটা সিনেমা। দেখে মনে হতেই পারে কোন বস্তিবাসী শিশুর কর্মকান্ডের ওপর ডকুমেন্টারি দেখছেন। সিনেমার আরেকটি চরিত্র যার অভিনয় আমাকে অভিভূত করেছে সেটা হলো “ইয়োনাস” নামক এক কৃষ্ণাঙ্গ দেড় বছরের শিশুর অভিনয়। আমি ভাবতে বাধ্য হয়েছি মুখে কথা ফোটে নি এমন শিশুকে পরিচালক নাদিনা লাবাকি কিভাবে এতো সুন্দর ভাবে উপস্থাপন করলেন।
এক কথায় অসাধারণ শিক্ষণীয় সিনেমা। 2019 সালে বিদেশী ভাষা ক্যাটাগরিতে অস্কার পাওয়ার কারণ অনুধাবন করতে মোটেই কষ্ট হয়নি।