করোনা মহামারির কারণে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার বিষয়ে আগামী ২৪ তারিখ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। নভেম্বরে পরীক্ষা নেওয়ার লক্ষ্যে কাজ করছে শিক্ষামন্ত্রণালয়।
কিন্তু শিক্ষার্থীরা এ মহামারীর মধ্যে পরীক্ষা দিতে নারাজ। সামনে শীতকালে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা করেছেন দেশের স্বাস্থ্যবিদগণ।
শিক্ষার্থীদের প্রশ্ন তাহলে এ অবস্থায় এইচএসসি পরীক্ষার বিষয়ের সিদ্ধান্ত কেন?
শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা দিবে না তারা।
করোনার মধ্যে এইচএসসি যাতে না নেওয়া হয় এজন্য দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলন করছে এইচএসসি পরীক্ষার্থীরা।
এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় #NoHSCduringcorona হ্যাশ ট্যাগ ব্যবহার করে ১ মিলিয়ন কমেন্ট সম্পন্ন করেছে তারা।
যা Guinness Book of World Records এ নতুন রেকর্ড হিসেবে জায়গা করে নিয়েছে।
শিক্ষার্থীরা মনে করছে তাদের এ কার্যক্রম শিক্ষামন্ত্রণালয়কে যেকোন সিদ্ধান্ত নিতে ভাবতে বাধ্য করবে।