ডট কম ডোমেইন মাত্র ৮৪ টাকায়ঃ সবচেয়ে কমদামে ডট কম ডোমেইন।
হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন।
আজকে আমি দেখাবো কিভাবে সবচেয়ে কমদামে একটি ডট কম ডোমেইন নিবেন।
ডোমেইনটি নিতে আপনার মোট ৮৪ টাকা খরচ হবে।
তো চলুন দেখে নিই কিভাবে সবচেয়ে কমদামে একটি ডট কম ডোমেইন নিবেন।
স্টেপ ১। প্রথমে এই in.godaddy.com যান। নিচে গিয়ে ছবির দেখানো যায়গায় Usd বানিয়ে দিন।
স্টেপ ২। আপনার কাঙ্খিত ডোমেইন নাম লিখে সার্চ করুন।
স্টেপ ৩। এরপর Add to cart এ ক্লিক করুন।
স্টেপ ৪। এরপর নিচের মত পেইজ দেখতে পাবেন। ডোমেইন year এ 1 year সিলেক্ট করে দিন।
স্টেপ ৫। ডোমেইনের নিচে যদি কোন কিছু লিখা থাকে ওইগুলা সব ডিলেট করে দিন।
এরপর নিচের মত Continue to cart এ ক্লিক করুন।
স্টেপ ৬। এরপর নিচের পেইজের মত দেখতে পাবেন। এমন না আসলে একটু অপেক্ষা করুন চবার Sign up করতে যাবেন না।
স্টেপ ৭। এরপর নিচের মত দুই জায়গায় No thanks সিলেক্ট করে দিন।
স্টেপ ৮। এরপর নিচের মত পেইজ দেখতে পাবেন।
এরপর Have a promo code লিখায় ক্লিক করুন।
স্টেপ ৯। GDD99COM1 প্রোমো কোডটি দিন। Apply এ ক্লিক করুন।
ব্যাস হয়ে গেল।
স্টেপ ১০। এরপর নিচের মত পেইজ দেখতে পাবেন। দেখুন আগে কত ডলার ছিল আর এখন কত ডলার হয়েছে।
স্টেপ ১১। Check out লেখায় ক্লিক করুন।
স্টেপ ১২। ইমেইল পাসওয়ার্ড দিয়ে Create account এ ক্লিক করুন।
এরপরে যা যা করতে হয় অগুলো আপনারা নিজেরাই পাবেন আশা করি।
এরপরও যদি না পারেন তাহলে যোগাযোগ করতে ভুলবেন না।
এছাড়া যে জায়গায় আটকে পড়বেন সাথে সাথে আমাদের জানাবেন।
এভাবেই আপনি খুব অল্প টাকায় একটি ডট কম ডোমেইন পেয়ে যাবেন।
বাংলাদেশে ডলারের দাম পরিবর্তনশীল তবে ৮০-৮০ টাকা প্রতি ডলার লেনদেন হয়।
এখন অনেকেই প্রশ্ন করেন, ভাই Godday নাকি কিছুদিন পর ডোমেইন ডিজেবল করে দেয়?
কথাটির কিছুটা সত্যতা রয়েছে।
একটা কথা মনে রাখবেন কেন কোম্পানিই চায় না তাদের মার্কেট নষ্ট হোক।
আমাদের বাঙালিদের মধ্যে কিছু লোভি মানুষের জন্য এইরকম হয়ে থাকে।
তারা এক ক্রেডিট কার্ড বা পেপাল দিয়ে ১০০-৫০০ ডোমেইন কিনে বেশি দামে বিক্রি করে। এ বিষয়টি নিশ্চয়ই এ কোম্পানি ভালোভাবে নিবে না। একারণে এদের ডোমেইন সাসপেন্ড হয়ে যায়।
এছাড়া অনেকে দেখা যায় ডোমেইন নিয়ে অনেক অবৈধ সাইট তৈরী করে। যেমনঃ জুয়া, টরেন্ট মুভি, ১৮+ সাইট এসব। এসব ক্ষেত্রে ১০০% ডোমেইন সাসপেন্ড হয়ে যায়।
এখন আপনি যদি নিজের জন্য এবং ভালো ব্লগিং এর উদ্দেশ্যে ডোমেইন নেন তাহলে নির্ধিদায় নিতে পারেন। আপনার কাজের কোন সমস্যা হবে না।
তো এই ছিল আজকের জন্য।
কোন সমস্যা থাকলে জানাতে ভুলবেন না।
ধন্যবাদ।