আজ ২৪ আগষ্ট জানা গেছে টাঙ্গাইলের মধুপুরের দূর্গাপূড় গ্রামে শত্রুতাবশত এক খামারীর ১১০০ হাস বিষ প্রয়োগেে মেরে ফেলা হয়েছে।
খামারী জানিয়েছেন সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ১১০০ হাস মারা গেছে।এ বিষয়ে খামারী জানিয়েছেন রাতের বেলা খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়ে এমন করে থাকতে পারে।
খামারীর মাকিক জানিয়েছেন খাকি ক্যাম্বেল জাতের ১১০০ হাসের ছানা নিয়ে ৮ জুলাই তিনি খামার শুরু করেন।দীর্ঘ দেড় মাসের প্রচেষ্টায় তার হাসগুলো প্রায়বড় হয়ে গিয়েছিল।
হাসগুলো কেন মারা গেল এর কারণ জানতে তিনি কয়েকটি হাস নিয়ে উপজেলা প্রাণী সম্পদ অফিসে যান তিনি।
সেখানকার দায়িত্বে থাকা প্রাণী সম্পদ কর্মকর্তা পরীক্ষা করে বিষক্রিয়ায় বিষয়টি নিশ্চিত করেন।
মধুপুর থানার ওসি বলছেন ঘটনাটির তদন্ত করা হচ্ছে। অতিসত্ত্বর দোষীদের বিচারের আওতায় আনা হবে।
0 coment rios: